Skip to main content


পথ শিশুদের চিকিৎসায় ভ্রাম্যমান ক্লিনিক কার্যক্রম

অক্টোবর 2018 সাল থেকে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-এর মহাসচিব অধ্যাপক (ডা.) মোঃ সিরাজুল ইসলাম এর ঐকান্তি উৎসাহ আর উদ্যোগে পিএসএফ এর অধীনে সংস্থার নিজস্ব অর্থায়নে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অসহায় অবহেলিত পথ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ শীর্ষক পথ শিশুদের জন্য ভ্রাম্যমাণ ক্লিনিক (Street Children Program) কার্যক্রম শুরু হয়।

পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা 2022 এর সমন্বয়কৃত জনসংখ্যা বিষয়ক তথ্য অনুসারে বাংলাদেশের প্রশাসনিক রাজধানী হিসেবে খ্যাত ঢাকা শহরের বর্ত মান জনসংখ্যা প্রায় 4 কোটি 56 লাখ 43 হাজার 995 জন, যা শহরের আয়তন (ঢাকা জেলার আয়তন 1463.60 বর্গ কিলোমিটার বা 565 বর্গমাইল) ও ধারণ ক্ষমতার তুলনায় অত্যান্ত বেশি। বিশেষত ঢাকা শহরে নিম্ন শ্রেণী বা পেশার লোক থেকে শুরু করে উচ্চবিত্ত/উচ্চ শ্রেণীসহ নানা শ্রেণী পেশার লোকের বসবাস। যার মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো পথ শিশু বা টোকাই। যাদের আবাস বা ঠিকানা হলো পথ।

গভীর রাতে ঢাকা শহরের অলিতে-গলিতে ঘুরলে দেখা যায় রাস্তার ফুটপাতে, স্টেশনে, শহরের বন্ধ দোকানগুলির বেঞ্চিতে অথবা বড় বড় বিল্ডিং এর কোন এক কোনায় তারা ছালার চট, ছ্যাড়া কাঁথা গায়ে জড়িয়ে দিব্যি চলন্ত শহরের বুকে ক্লান্তি নিরসনে ঘুমন্তপুরিতে আশ্রয় নিয়েছে। অনেক পথ শিশু আছে যাদের জন্ম পরিচয়টাও অজানা। রাতের নীরবতায় দেখলে মনে হবে পথই তাদের আশ্রয় দিয়েছে, পথই তাদের ঠিকানা। উল্লেখ্য ধারণা করা হয় বাংলাদেশে বর্ত মানে প্রায় 6,00,000 (ছয় লক্ষ) এরও বেশি পথশিশু বসবাস করছে এবং এদের 75%-ই রাজধানী ঢাকা শহরে বসবাস করে।

উক্ত প্রেক্ষাপট বিবেচনায় 2018 সাল থেকে পল্লী শিশু ফাউন্ডেশন তার নিজস্ব অর্থায়নে ঢাকা শহরের সেই সকল অবহেলিত অসহায় পথশিশুদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ঔষুধ বিতরণ এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে বিশেষভাবে পল্লী শিশু ফাউন্ডেশনকে সহায়তা করে ঢাকা শিশু হাসপাতাল (বর্তমান বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড চাইল্ড ইনস্টিটিউট) ও বাংলাদেশ এ্যালায়েন্স ফর স্যোসাল ইক্যুইটি ফাউন্ডেশন (BASE)। পল্লী শিশু ফাউন্ডেশন অদ্যাবধি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে সর্বমোট 21 টি ভ্রাম্যমান ক্লিনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে 2010 জন ছেলে শিশু এবং 1085 জন মেয়ে শিশুসহ মোট 3095 জন পথশিশুকে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করে।

মূলত বাংলাদেশের বিভিন্ন জেলা শহরসহ বিশেষ করে রাজধানী ঢাকা শহরে পিথশিশুদের বসবাস বেশি প্রত্যক্ষ্যণীয়। রাজধানী ঢাকা এমন একটি শহর যেখানে প্রায়:শই দেখা যায় রাস্তায় শিশুদের বসবাসের জায়গা নেই, নির্দিষ্ট ঘুমানোর স্থান নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে রাস্তার ছেলেমেয়ে/পথশিশুদের মৃত্যুর হার অনেক বেশি। কারণ তারা যথা সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পায় না। প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা বা সুচিকিৎসার অভাবে প্রতি বছর শুধুমাত্র পানিবাহিত রোগে 1,10,000 পথশিশুর মৃত্যু হয়।

মূলত বাংলাদেশের পথশিশুরা স্বাস্থ্যকর খাবার কিনতে অক্ষম, যা অনেক সময় তাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয় এমন খাবারও তাদের খেতে হয়। তাই অসহায় অবহেলিত পথ শিশুদের জীবন সুরক্ষায় তাদেরকে সুস্থ্য জীবনের পথে ফিরিয়ে আনার জন্য পল্লী শিশু ফাউন্ডেশন পথশিশুদের জন্য ভ্রাম্যমান ক্লিনিক কার্যক্রম পরিচালনা করছে।

পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর এই মহতী উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিতে এবং আরো সুদূরপ্রসারীভাবে প্রসারিত করতে আমাদেরক ডোনেট করতে পারেন অথবা আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাই বিত্তবান সকল মানুষের প্রতি, আহবান জানাই সেই সকল প্রতিষ্ঠানের প্রতি যারা বাংলাদেশের পথিশিশুদের স্বাস্থ্য সেবায় কাজ করতে ইচ্ছুক। হতে পারে আমাদের সকলের সম্মিলিত প্রয়াস/প্রচেষ্টায় হাজারো পথশিশু সুস্থ্যতা লাভ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

Subscribe