Skip to main content


মহান বিজয় দিবস

বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন হিসেবে স্বীকৃত এবং এ দিনটি রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর 16 ডিসেম্বর বাংলাদেশে দিনটি যথাযথ মর্যাদার সহিত বিশেষভাবে পালন করা হয়। 1972 সালে 22 জানুয়ারী প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে 16 ডিসেম্বর দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উৎযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহ্রাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর 91,634 জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে বিশ্বের ইতিহাসে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ।

মাতৃভূমির কপালে বিজয়ের লাল টিপ পরাতে হাজারো লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। হাজারো মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সে সব লাখো শহীদদের, যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে বিজয়ের গৌরব গাঁথা লাল সবুজ পতাকা, যে পতাকা বিশ্ব মাঝে স্ব-গৌরবে স্ব-মহিমায় দ্যোদুল্যমান।

Subscribe