Skip to main content


পিএসএফ-ঋণ কার্যক্রম নওগাঁ অঞ্চলের আঞ্চলিক অফিস ভবন উদ্বোধন

12 সেপ্টেম্বর 2023 ইং তারিখ রোজ মঙ্গলবার পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-ঋণ কার্যক্রম নওগাঁ অঞ্চলের নওহাটা মোড় বাগধানা এলাকায় পল্লী শিশু ফাউন্ডেশনের নিজস্ব জমিতে নির্মিত অফিস ভবন উদ্বোধন করা হয়। নির্মিত উক্ত অফিস ভবনটি পিএসএফ-ঋণ কার্যক্রম নওগাঁ অঞ্চলের আঞ্চলিক অফিস হিসেবে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। নওগাঁ জেলার নওহাটা বাগধানাতে নির্মিত উক্ত আঞ্চলিক অফিস ভবনটি উদ্বোধন করেন পল্লী শিশু ফাউন্ডেশনের সম্মানীত সভাপতি জনাব এ.এস.এ মূইজ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশনের সম্মানীত মহাসচিব অধ্যাপক (ডা.) মোঃ সিরাজুল ইসলাম, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশনের মাননীয় সহ-সভাপতি অধ্যাপক হোসনে আরা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন পল্লী শিশু ফাউন্ডেশনের সম্মানীত সভাপতি জনাব এ.এস.এ মূইজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবদুস্ সামাদ মিয়া।

এছাড়াও উক্ত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন সমগ্র নওগাঁ অঞ্চলের কর্মরত পিএসএফ-ঋণ কার্যক্রম ও সমৃদ্ধি কর্মসূচীর সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন পিএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের অর্থ ও হিসাব ব্যবস্থাপক হারুন অর রশিদ, হিসাব রক্ষক মোঃ সরোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মোল্যা আজাদুল হক, এইচআর এন্ড এডমিন অফিসার মোঃ খালেদুর রহমান, অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা মোঃ আইয়ূব আলী, রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ লাভলু মিয়াসহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান ও পরিচালনা করেন পল্লী শিশু ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মনসুর আহমেদ।

মূলত নওগাঁ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক আর্থিক অবকাঠামোর উন্নয়নে আরো বিশদভাবে বিস্তৃত করার লক্ষ্যে পল্লী শিশু ফাউন্ডেশন নওগাঁ অঞ্চলের নওহাটা বাগধানাতে নিজস্ব জমিতে নিজস্ব অর্থায়নে আঞ্চলিক অফিস ভবন নির্মাণ করেছে, যাতে করে বাস্তবায়নকৃত প্রকল্পগুলির লক্ষ্য ও উদ্দেশ্য সহজ ও যথাযথভাবে বাস্তবায়িত হতে পারে। বর্তমানে নওগাঁ জেলার ছয়টি (6-নওহাটা, সতীহাট, দুবলহাটী, বটতলীহাট, দেলুয়াবাড়ীহাট ও চৌবাড়ীয়া) উপজেলায় পিএসএফ এর উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উক্ত উদ্বোধনী সভায় সমৃদ্ধি কর্মসূচীর শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রমসহ ঋণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত উদ্বোধনী সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

 

 

Subscribe