অদ্য 07/07/2023 ইং তারিখ সকাল 9.00 ঘটিকায় পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-এর উদ্যোগে নওগাঁ অঞ্চলের গণেশপুর ইউনিয়নের অধীন সতীহাট শাখায় পিএসএফ-সমৃদ্ধি কর্ম সূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-2023 অনুষ্ঠিত হয়। সমৃদ্ধি কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত উক্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে 2022 সালে অনুষ্ঠিত মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ/সমমান শ্রেণীতে অধ্যায়নরত 07 জন দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে প্রথম দফায় এবং 2021 সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক/সমমান শ্রেণীতে দ্বিতীয় বর্ষে অধ্যায়ণরত 08 জনসহ মোট 15 জন শিক্ষার্থীকে 12,000/- (বার হাজার) টাকা করে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচী সতীহাট শাখার উদ্যোগে আয়োজিত উক্ত শিক্ষাবৃত্তি প্রদান-2023 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবদুস্ সামাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে উপস্থি ছিলেন জনাব মনসুর আহমেদ, উপ-পরিচালক, পিএসএফ-ঋণ কার্যক্রম, কেন্দ্রীয় কার্যালয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসএফ-ঋণ কার্যক্রম নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ কামাল হোসেন। এছাড়াও উক্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের এইচ.আর এন্ড এডমিন অফিসার মোঃ খালেদুর রহমানসহ পিএসএফ-ঋণ কার্যক্রম নওগাঁ ও রংপুর অঞ্চলের ক্রেডিট অফিসার, শাখা ব্যবস্থাপক এবং আঞ্চলিক ব্যবস্থাপকগণ।
পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর অধীনে অনুষ্ঠিত উক্ত শিক্ষাবৃত্তি প্রদান-2023 অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ মামুনুর রশিদ সমন্বয়কারী পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচী। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে সহযোগীতা করেন পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা সুপারভাইসরসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ।
নিম্নে পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-2023 এর মাধ্যমে নওগাঁ অঞ্চলের মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের যে 15 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, তাদের নামের তালিকাঃ
ক্র.নং |
শিক্ষার্থীর নাম |
পিতার নাম |
মোবাই নাম্বার |
01 |
মোঃ হিমেল খান |
জিল্লুর রহমান |
01731-955495 |
02 |
মোছাঃ ফারজানা আক্তার মিথিলা |
নজরুল ইসলাম |
01785-330413 |
03 |
মোছাঃ তাছলিমা খাতুন মরিয়ম |
বজলুর রশিদ |
01731-592682 |
04 |
লামিয়া আক্তার |
মৃত. আলাউদ্দিন |
01756-330712 |
05 |
রাফিয়া খাতুন |
রফিকুল ইসলাম |
01300-814284 |
06 |
মোঃ জাহিদ হাসান |
মোঃ ছামছুল |
01842-040620 |
07 |
মেহেরুন নেছা বৃষ্টি |
আব্দুল মান্নান |
01301-946078 |
08 |
মোঃ আল আমিন |
আব্দুল মান্নান |
01760-642875 |
09 |
মোঃ নুর ইসলাম |
লুৎফর রহমান |
01776-002150 |
10 |
রবিন হাসান রনি |
হাবিবুর রহমান |
01840-104817 |
11 |
মোছাঃ সুবর্ণা ইয়াসমিন বেবি |
বেলাল হোসেন |
01743-255207 |
12 |
বিপ্লব কুমার বাঁধন |
শ্রীঃ বিনয় চন্দ্র |
01311-721191 |
13 |
নুসরাত জাহান |
মোঃ আব্দুর রশীদ |
01638-972316 |
14 |
মোঃ তাজবীর ইসলাম |
রেজাউল ইসলাম |
01781-254604 |
15 |
রামচন্দ্র উরাও |
নিপেন্দ্রনাথ উরাও |
01302-706894 |
পল্লী শিশু ফেউন্ডেশন 1976 সাল থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা তথা গ্রামাঞ্চলের দরিদ্র জনসাধারণের জীবন মান উন্নয়নে কাজ করে আসছে। পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত উক্ত শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে পল্লী শিশু ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের পথ যাতে আরো প্রসারিত ও বিস্তৃত হয়ে তারা যাতে বাংলাদেশের সুনাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নের সেবায় কাজে লাগতে পারে সেটাই প্রত্যাশা করে এবং সেই লেক্ষ্যেই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।