পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ)-সমৃদ্ধি কর্মসূচীর শিক্ষা কার্যক্রমের আওতায় 15 আগষ্ট-2023 জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতীর পিতা, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জালী জ্ঞাপন পূর্বক ও অন্যান্য শহীদদের স্মরণে 27 আগষ্ট 2023 ইং তারিখ রোজ রবিবার নওগাঁ জেলার মান্দা উপজেলার সতীহাটে 150 (একশত পঞ্চাশ) জন শিক্ষার্থীর মাঝে 1,580 (এক হাজার পাঁচশত আশি) টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর অধীনে নওগাঁ অঞ্চলের সতীহাট শাখায় আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মনসুর আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন পিএসএফ-ঋণ কার্যক্রম নওগাঁ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন, পিএসএফ-সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী, পিএসএফ-ঋণ কার্যক্রম ও সমৃদ্ধি কর্মসূচীর কর্মকর্তা/কর্মীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ।
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা যাতে অগ্রগামী হয়ে সমাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেটাই পল্লী শিশু ফাউন্ডেশন প্রত্যাশা করে।