বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পল্লী শিশু ফাউন্ডেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি জুলাই-2018 ইং সনে অনুমোদন পাই। করিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে সেশন ভিত্তিক ৩ মাস ও ৬ মাস মেয়াদে যথাক্রমে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং কোর্সে ভর্তি এবং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে উল্লিখিত দুইটি কোর্সে সেশন ভিত্তিক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনাক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক/ইন্সট্রাকটর দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কোর্স ভিত্তিক ৩ মাস ও ৬ মাস মেয়াদে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরীক্ষা অনুষ্টিত হবে এবং পরীক্ষায় কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মাঝে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ বিতরণ করা হবে।