Skip to main content


শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-2023 উপলক্ষে পিএসএফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন

বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম-অন্বেষায় যে ভাষা চেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চ মাসে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন শুরু হলেও 1952 সালের 21 শে ফেব্রুয়ারী তার চূড়ান্ত প্রকাশ ঘটে।

যে আন্দোলনে বাংলা মায়ের অনেক সন্তান শহীদ হয়। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এক স্বাধীন ভাষা, আমাদের মায়ের ভাষা ‘বাংলা ভাষা’তাই একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার।

বাংলা মায়ের শহীদ সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত 21 শে ফেব্রুয়ারী দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত। উক্ত দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 2010 সাল থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর 21 শে ফেব্রুয়ারী দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ভাষা দিবসের এই স্মৃতি বিজড়িত দিনটিতে আমরা পল্লী শিশু ফাউন্ডেশন পরিবার সেই বীর শহীদদের স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে; যারা আজ নেই কিন্তু তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা

“যে ভাষার জন্য আমাদের এত গৌরব

যে ভাষার জন্য এত রক্তপাত

যে ভাষা আমাদের করেছে এত মহান

সেই ভাষা শহীদদেরকে আমরা কখনো ভূলবো না”।

এই পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু যে ভাষা আমরা অন্তরে বহন করি তা কখনো পরিবর্তন হবে না। আমরা ভালোবাসি আমাদের মা, মাতৃভূমি ও মায়ের ভাষা বাংলাকে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-2023 উপলক্ষে পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএসএফ) এর পক্ষ থেকে সেই সব শহীদ ও শহীদদের পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি2023 সালের 21 শে ফেব্রুয়ারী ভাষা দিবসের বহু স্মৃতি বিজড়িত এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য বাংলা ভাষাভাষী সকল মানুষদের জানাই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।

Subscribe